- ২৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, কিছু রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এই চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত 'মহাকালের মহানায়ক শহীদ জিয়া' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, "যে কোনো পরিস্থিতিতেই নির্বাচনের সময়সূচি ঠিক রাখা উচিত, কারণ দেশের সব দিক—অর্থনীতি, রাজনীতি, শিক্ষা—সবকিছু একটি নির্বাচিত সরকারের ওপর নির্ভর করে।"
নির্বাচন পিছিয়ে দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "এখন দেশে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন, যে সরকার দেশের সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।"
তবে মির্জা ফখরুল সংস্কারকাজের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে ভুলেননি। তিনি বলেন, "অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা দেশের জন্য প্রয়োজনীয় ছিল।"
এ সময় বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গও তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, "বিএনপি প্রতিষ্ঠা থেকেই সংস্কারের পক্ষে ছিল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া ও চাকরি—এগুলো সব বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে।"
মির্জা ফখরুল আরও বলেন, "কিছু মানুষ এখন বিএনপিকে ভিলেন হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু বাংলাদেশের সব ভালো কাজ বিএনপির হাত দিয়েই হয়েছে।"
গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। তিনি বলেন, "জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাস তাকে কখনও ভুলতে পারেনি।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেলসহ আরও অনেকে।