Tuesday, October 14, 2025

মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


ছবিঃ ৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ (সংগৃহীত)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করা সাত বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

রোববার সকালে এরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। পরে দুপুরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পরিচয় যাচাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভারতের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা সাত বাংলাদেশিকে আটক করার পর ফেরতের উদ্যোগ নেয়। এরপর সীমান্তের ৬০/৩১ মেইন পিলারের শূন্যরেখায় বিএসএফ ও বিজিবির কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ফেরত আসা ব্যক্তিদের সাধারণ ডায়েরি (জিডি) করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন