- ১৩ অক্টোবর, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় তেহরান তার প্রতি বাধ্য ও অনুগত হোক—এটি ইরানি জনগণের জন্য এক গুরুতর অপমান। তবে জাতি সেই দাবির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। রবিবার এক ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
খামেনি বলেন, “যারা আমাদের মার্কিন বিরোধী স্লোগান বন্ধ করতে বলে কিংবা সরাসরি আলোচনার পরামর্শ দেয়, তারা কেবল উপরিভাগ দেখে। এ সমস্যার সহজ কোনো সমাধান নেই।”
সম্প্রতি ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় ফেরার প্রক্রিয়া শুরু হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যেতে তেহরান এখনো অনাগ্রহী। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সতর্ক করেছে, ইরান আলোচনায় না ফিরলে তারা জাতিসংঘের “স্ন্যাপব্যাক” প্রক্রিয়ার মাধ্যমে পুরোনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে।
ইরান এর আগে জুন মাসে ১২ দিনের যুদ্ধে ওয়াশিংটন ও তেল আভিভের হামলায় পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিরতি দেয়।
খামেনি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের ভেতরে বিভেদ তৈরি করতে চায়। তিনি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “শত্রুর একমাত্র কৌশল হলো বিভাজন সৃষ্টি করা। আমাদের ঐক্যই তাদের পরাজিত করবে।”