Tuesday, October 14, 2025

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ১৪ জন, চার সাংবাদিকের মৃত্যু


ছবিঃ গাজায় চার সাংবাদিকের মৃত্যু (সংগৃহীত । আল জাজিরা)

গাজার দক্ষিণাঞ্চলের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও রয়েছেন। আল–জাজিরার এক ক্যামেরাপার্সন ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)–এর হয়ে কাজ করা সাংবাদিক মারিয়াম আবু দাক্কা নিহতদের মধ্যে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারে। চিকিৎসকেরা বলছেন, ক্রমবর্ধমান হামলা ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আহতদের জীবন বাঁচানো কার্যত অসম্ভব হয়ে উঠছে।

এদিকে গাজার বিভিন্ন স্থানে চলমান খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি অবরোধজনিত দুর্ভিক্ষে প্রতিদিন শিশুদের মৃত্যু ঘটছে, অথচ তারা কিছুই করতে পারছেন না।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৪৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন