Tuesday, October 14, 2025

গাজীপুর পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ছবিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (সংগৃহীত)

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সভায় ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারেও পুরস্কার ঘোষণার বিষয় জানানো হয়।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক গাজীপুরের পুলিশ কমিশনারের ঢাকা থেকে গাজীপুরে যাতায়াতের সময় সড়ক বন্ধ করার বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে তাঁর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান, সেটির ব্যাখ্যা অবশ্যই দিতে হবে।”

প্রথম আলোয় গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে।’ এর পরদিনই এ সিদ্ধান্ত আসে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভ্যুত্থান চলাকালে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, যে কেউ এসব অস্ত্রের তথ্য দিলে তাঁর পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে।

নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “গত এক বছরে নিয়োগ বাণিজ্যের কোনো খবর পাওয়া যায়নি। তবে কোথাও হলে তা জানাতে হবে।” তিনি আরও বলেন, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত থাকে, তবে সেই তথ্যও জানাতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন