- ১৩ অক্টোবর, ২০২৫
একসময়ে বলিউডে ঝড় তোলেন টিউলিপ জোশি। ২০০২ সালে যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তাঁর। উডে চোপড়া ও জিমি শেরগিলের সঙ্গে ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং গানগুলোও জনপ্রিয়তা পায়।
শুরুর সাফল্যের পরেও টিউলিপের পরবর্তী ছবিগুলি – ‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোরে’, ‘জয় হো’- সবই বক্স অফিসে ব্যর্থ হয়। একের পর এক পরাজয়ের পর তিনি দক্ষিণী সিনেমার দুনিয়ায় পাড়ি জমান। কন্নড়, পাঞ্জাবি, তেলেগু ও মালয়ালম ভাষার ছবিতে অভিনয় করেছেন, তবে সেখানেও বড় সাফল্য পাননি। ২০১৪ সালের ‘জয় হো’ ছিল তাঁর শেষ বড় পর্দার কাজ।
ব্যক্তিগত জীবনে টিউলিপ বিয়ে করেছেন সাবেক সেনা অফিসার ক্যাপ্টেন বিনোদ নায়ারের সঙ্গে। বিনোদ নায়ার ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে কাজ করেছেন এবং ‘প্রাইড অব লায়নস’ উপন্যাসের লেখক।
বর্তমানে টিউলিপ আলোঝলমলের বিনোদন জগত থেকে দূরে থেকে স্বামীর সঙ্গে ২০০৭ সালে প্রতিষ্ঠিত একটি পরামর্শক প্রতিষ্ঠান চালাচ্ছেন। তিনি সফল ব্যবসায়ী এবং পেশাদার জ্যোতিষী হিসেবে কাজ করছেন। তাঁর ওয়েবসাইটে উল্লেখ আছে, বহু বছর ধরে তিনি বৈদিক জ্যোতিষ এবং লাইফস্টাইল কনসালটেশনের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
টিউলিপ জোশির গল্প এখন বলিউডের গ্ল্যামার ছেড়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চলার প্রেরণা হিসেবে পরিচিত।