Tuesday, October 14, 2025

গুঞ্জন সত্যি: গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদ, বান্দ্রা ফ্যামিলি কোর্টে মামলা


ফাইল ছবিঃ সুনীতা ও গোবিন্দ (সংগৃহীত)

কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, এবার তা সত্যি হলো। বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সংসার ভাঙছে। ভারতীয় সংবাদমাধ্যম হটারফ্লাই-এর প্রতিবেদন অনুযায়ী, সুনীতা মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর ধারায় বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।

সুনীতার অভিযোগ, গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, সংসারে নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন। আদালত গত ২৫ মে গোবিন্দকে তলব করলেও তিনি উপস্থিত হননি, এরপর আদালত তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে। অন্যদিকে, সুনীতা জুন মাস থেকে নিয়মিত শুনানিতে এবং আদালতের নির্দেশে পরামর্শদাতা সেশনে অংশ নিচ্ছেন।

এর আগে সুনীতা এক ভ্লগে তাঁদের দাম্পত্য জীবন এবং ব্যক্তিগত কষ্টের কথা প্রকাশ করেছিলেন। ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছি, যাতে আমার বিয়ে বেঁচে যায় এবং আমি ভালোভাবে জীবন যাপন করতে পারি। কিন্তু সেটা হয়নি।”

সুনীতা আরও জানিয়েছেন, তিনি বেশ কয়েক মাস ধরে ছেলেমেয়েকে নিয়ে আলাদা থাকছেন এবং চলতি বছরের জন্মদিনও একা সময় কাটিয়েছেন।

অন্যদিকে গোবিন্দের ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “মানুষ পুরোনো বিষয়গুলো আবার টেনে আনছে, ডিভোর্সের প্রশ্ন আসছে না। এমন কিছু হচ্ছে না।” অভিনেতার ম্যানেজার শশীও বলেছেন, “সব দম্পতির মধ্যেই মতবিরোধ থাকে। কিন্তু কিছু মানুষ ও মিডিয়া এগুলোকে মসলা মিশিয়ে ব্যবহার করছে।”

এভাবে দীর্ঘদিনের গুঞ্জন আনুষ্ঠানিকভাবে সত্যি হয়ে পরেছে, আর গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদ এখন আদালতের মাধ্যমে চূড়ান্ত রূপ নিচ্ছে।




Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন