- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার, PNN: রাজধানীর মহাখালী ফ্লাইওভার ওঠার মুখে সেতু ভবনের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এখন পর্যন্ত কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। নিহতদের পরিচয়ও এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাখালী ফ্লাইওভারের মুখে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞরা বারবার সতর্ক থাকার আহ্বান জানালেও রাজধানীতে দুর্ঘটনার হার কমছে না। বিশেষ করে রাতের বেলায় অতিরিক্ত গতি ও অসতর্ক ড্রাইভিং এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত।