- ১৩ অক্টোবর, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। বৈঠকের মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের অবসানে সমাধানের পথ খোঁজা।
তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময়ের বিষয় থাকতে পারে—যা ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা রাশিয়ার সঙ্গে বৈঠক শুরু করব। কিছু ফিরিয়ে আনব, কিছু বদলাব—দুই পক্ষের জন্যই উপকারী হবে।”
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আলাস্কাকে “যৌক্তিক স্থান” হিসেবে উল্লেখ করেছেন।
তবে ইউক্রেন এবং ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরেই যেকোনো চুক্তিতে দখলকৃত ভূখণ্ড—যেমন ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া—রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করে আসছে। অন্যদিকে পুতিন বারবার বলেছেন, চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে এসব এলাকা ছাড়তে হবে এবং পশ্চিমা সামরিক সহায়তা বন্ধ করতে হবে।