- ১৩ অক্টোবর, ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভিসা ব্র্যান্ডেড ডেবিট কার্ড ইস্যু করার জন্য “এক্সেলেন্স ইন ইসলামী ব্যাংকিং কার্ডস” ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা অর্জন করেছে।
পুরস্কারটি ঢাকায় অনুষ্ঠিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হ মনসুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ হোসেন খান, যিনি ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম কামাল উদ্দিন জাসিমকে পুরস্কার তুলে দেন।
দক্ষিণ এশিয়া ও ভারতীয় অঞ্চলের ভিসার কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ, বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের বিজনেস প্রোমোশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান মো. মজনুজ্জামান, এবং ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান মো. মোশাররফ হোসেন সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত এই কৃতিত্ব ইসলামী ব্যাংকের গ্রাহকসেবার মান বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সেবায় দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে আরও শক্তিশালী করবে বলে জানানো হয়েছে।