- ১৬ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ফারহানা ওয়াহিদা অমি (২৬) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে।
ফারহানা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী মেহরাব হোসেন জানান, সকালে রাইনুল ইসলাম তার স্ত্রী ফারহানাকে মোটরসাইকেলে করে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। ফতেপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি সামনে আসা একটি বালিভর্তি ট্রাকের সামনে চলে আসে। ট্রাকটি ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ফারহানা ওয়াহিদা অমি নিহত হন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাক ও চালককে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।