- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের কাছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে একজন জেলে নিখোঁজ হয়েছেন। ট্রলারে থাকা ৬ জেলেসহ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। নিখোঁজ জেলের নাম মোহাম্মদ শরীফ (৩২)। তিনি শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, নদীর গভীরতা বেশি এবং স্রোত প্রবল হওয়ায় উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জ রয়েছে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেড শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।