Tuesday, October 14, 2025

মধ্যরাতে চরমোনাই দরবারে এনসিপি: জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজনৈতিক মতবিনিময়


ছবিঃ মধ্যরাতে চরমোনার পির এর সাথে এনসিপি নেতাদের সাক্ষাৎ (সংগৃহীত । দৈনিক আমাদের সময়)


দেশব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে বরিশালে চরমোনাই পিরে সাহেবদের দরবারে যান। সেখানে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।


এনসিপির এই পদযাত্রা আজ মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল নগরীতে অনুষ্ঠিত হচ্ছে। নগরীর হাসপাতাল রোডে অমৃত লাল দে কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে ফজলুল হক এভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমসহ শীর্ষ নেতারা এই পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন।


এর আগে সোমবার পটুয়াখালী ও বরগুনায় পদযাত্রা সম্পন্ন করে এনসিপি নেতারা রাতে বরিশালে পৌঁছান। রাতেই তারা চরমোনাই দরবারে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহসহ অন্যান্য নেতারা এনসিপি প্রতিনিধিদের স্বাগত জানান।


পরে এনসিপি নেতারা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে দুই পক্ষের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।


মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, "গত বছরের জুলাইয়ে হাসিনাবিরোধী আন্দোলন যখন তুঙ্গে ছিল, তখনই আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছিলাম। এখনো আমরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করি।"

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানান, "জুলাই পদযাত্রায় আমরা যেসব এলাকায় যাচ্ছি, সেসব এলাকার ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাই এসেছি।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন