- ১৩ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে শুল্কে কিছুটা ছাড় পাবে বাংলাদেশ—এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, গত ৩১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জারি করা সর্বশেষ নির্বাহী আদেশে এই সুযোগ রাখা হয়েছে।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, “আমরা ট্রাম্পের নির্বাহী আদেশে বিষয়টি পেয়েছি। এরপরই আরও ব্যাখ্যার জন্য ইউএস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। এখন ইউএস কাস্টমস যাতে দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেয়, সেটা নিশ্চিত করতে কাজ করছি। কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এতে উৎপাদন খরচও কমানো সম্ভব হবে।”
মাহমুদ হাসান জানান, বর্তমানে বাংলাদেশের মার্কিন রপ্তানির প্রায় ৭৫ শতাংশই তুলা-নির্ভর পোশাক। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, “নির্দেশনায় বলা হয়েছে, যদি পোশাক তৈরিতে আমদানি করা তুলার অন্তত ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, তাহলে ওই পোশাক রপ্তানির ওপর ২০ শতাংশের অতিরিক্ত পাল্টা শুল্ক আরোপ হবে না।”
তবে বিজিএমইএ সভাপতি সতর্ক করে বলেন, “আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ, আদেশে আরও বলা হয়েছে, কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এসব চুক্তি সম্পাদিত হলে সংশ্লিষ্ট দেশের জন্য শুল্ক আরও কমতে পারে। সুতরাং বাংলাদেশকেও আলোচনায় সক্রিয় থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিজিএমইএ ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ শুরু করেছে, যাতে এই শুল্ক সুবিধা দ্রুত কার্যকর হয় এবং পোশাক শিল্প এর সর্বোচ্চ সুফল পেতে পারে।