- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। স্বল্প সময়ের এই জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।
জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জানাজা শুরুর আগে পুরো এলাকায় নীরবতা নেমে আসে এবং উপস্থিত মুসল্লিরা শেষবারের মতো শ্রদ্ধা জানান এই প্রবীণ রাজনৈতিক নেত্রীকে।
এর আগে জানাজাস্থলে উপস্থিত হয়ে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আল্লাহ যেন তাঁর মাকে জান্নাত নসিব করেন এ জন্য সবাই যেন দোয়া করেন।
জানাজা উপলক্ষে দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জনসমাগম বাড়তে থাকে। বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে মানুষে মানুষে ভরে ওঠে। অনেকেই দূর থেকে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন।
খালেদা জিয়ার জানাজা ঘিরে পুরো রাজধানীতে শোকের আবহ বিরাজ করে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি স্মরণ করে বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষ বিদায়ে শ্রদ্ধা জানান।