- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার দুপুরে রাজধানীতে সৃষ্টি হয় ব্যাপক জনসমাগম। বেলা দুইটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হতে থাকেন।
জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের এলাকা মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ থেকে শুরু করে মোহাম্মদপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। অনেকেই আগে থেকেই অবস্থান নিয়ে যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখান থেকেই জানাজায় অংশ নেওয়ার প্রস্তুতি নেন।
এই জানাজায় অংশ নিতে উপস্থিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা আয়োজন করা হয়, যাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নিতে পারেন।
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে জানাজায় অংশ নেওয়া অনেকে বলেন, তিনি দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। তাঁর শেষ বিদায়ে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাজধানীতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে।