- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | মাদারীপুর :
মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বী রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা এবং নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকা থেকে অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন শিবচর উপজেলার পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং একই উপজেলার কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে একা দাঁড়িয়ে থাকা রাকিবকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা। পরে রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং দুই আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।