- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মাদারীপুর
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে নৃশংসভাবে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সময় নিহতের স্বামী আবুল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি স্বামী আবুল মৃধা ও দুই ছেলে আলী হোসেন এবং মোহাম্মদ মিয়ার সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সবাই একই ঘরে ঘুমিয়ে ছিলেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল মৃধা ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিহতের পরিবারটি এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব তথ্য যাচাই করে দেখছে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।