Monday, January 19, 2026

মাদারীপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার


প্রতীকী ছবিঃ ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় ফরহাদ তালুকদার (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালতলা গ্রামে নিজ বাড়ির সামনের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ তালুকদার তালতলা গ্রামের মৃত শুক্কুর তালুকদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ তালুকদারের ব্যক্তিগত জীবন ছিল জটিল। তিনি তিনবার বিয়ে করলেও পারিবারিক কলহসহ নানা কারণে কোনো স্ত্রীই তার সঙ্গে থাকতেন না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান। তার বাড়িতে শুধু বৃদ্ধ মা একাই বসবাস করতেন, আর ফরহাদ মাঝেমধ্যে বাড়িতে আসতেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে শুক্রবার ভোরের মধ্যে যে কোনো এক সময় তিনি বাড়ির সামনের বাগানে একটি আমগাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে নিহতের এক আত্মীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন