- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে শান্ত নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে বিজিবি।
নিহত শান্ত (২৪) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. শিপন আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর গভীর রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছাকাছি সময় এ ঘটনা ঘটে। ওই সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। স্থানীয়রা একাধিক গুলির শব্দ শুনতে পান। গুলিতে শান্ত গুরুতর আহত হন।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে বিজিবি ঘটনাস্থলের তথ্য সংগ্রহ শুরু করে। পরে জানা যায়, আহত অবস্থায় শান্তকে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকা থেকে আটক করে ভারতের মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। ঘটনার রাতে সীমান্ত এলাকায় কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে শান্ত গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে বিএসএফের হেফাজতে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর শান্তর মরদেহ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের প্রাণঘাতী ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।