- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ, মালামাল এবং দোকানঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।
রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস মনে করছে, রাসেলের বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, “ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।”
রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন ছড়িয়ে পড়ার প্রাথমিক ধারণা পাওয়া গেছে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও নেওয়া হচ্ছে।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানিয়েছেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।”
এই অগ্নিকাণ্ডে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিকস দোকানসহ অন্তত ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাজারে এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন এখন ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মূল্যায়ন করছে এবং প্রাথমিক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।