Wednesday, January 14, 2026

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপের চাপায় কিশোর নিহত


ছবিঃ লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের সদর উপজেলায় মাটিবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে। জীবিকার তাগিদে সে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজিরডগি এলাকায় ফাহিম মাটি কাটার কাজে ব্যস্ত ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি মাটিবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা চালককে ধরার চেষ্টা করলে পিকআপ চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে দাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন