Wednesday, January 14, 2026

রূপপুর গ্রীন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার


ফাইল ছবিঃ রাশিয়ান নাগরিক রাইবাকভ মাকসিম (৩০)। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীন সিটি থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাইবাকভ মাকসিম (৩০)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির ৮ নম্বর আবাসিক ভবনের তৃতীয় তলায় ৩১ নম্বর কক্ষে তার নিথর দেহ দেখতে পান সহকর্মীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, রাইবাকভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এটমটেক এনার্গো’-তে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি রুশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করবে।

এ ঘটনায় এলাকায় কোনো সন্দেহজনক পরিস্থিতির কথা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা নিয়মিত প্রক্রিয়ার মধ্যেই তদন্ত করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন