Tuesday, October 14, 2025

কুয়েটের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত


ছবিঃ কুয়েটে অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) নতুন ব্যাচের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন কুয়েট’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকে শিক্ষার্থীরা ‘এডমিশন টেস্ট বন্ধ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা নিশ্চিত না হওয়ায় নতুন কোনো প্রকৌশলী তৈরির প্রয়োজন নেই। এ অবস্থায় তারা ঘোষণা দেন, কুয়েটের ২৪তম ব্যাচই হবে শেষ ব্যাচ।

আন্দোলনকারীরা জানান, গত ছয় মাস ধরে তারা তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • নবম গ্রেডে কোনো ধরনের প্রমোশনাল কোটা বাদ দেওয়া,

  • সবার জন্য সমানভাবে পরীক্ষা বাধ্যতামূলক করা,

  • ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারের জন্য বিএসসি ডিগ্রিকে ন্যূনতম যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া।

এছাড়া তারা দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি উভয় পক্ষের জন্য পরীক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তির সুযোগ দাবি করেন।

গত ২৭ আগস্ট রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচির পর সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ১৭ সেপ্টেম্বর ডিপ্লোমাধারীদের চাপের মুখে সরকার পূর্বের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছে। আন্দোলনকারীদের ভাষায়, “আলোচনায় পরাজিত হওয়ার পর ডিপ্লোমা সিন্ডিকেট মব তৈরি করেছে এবং সরকার সেই মবের কাছে আত্মসমর্পণ করেছে।”

তাদের দাবি, সরকারের এ সিদ্ধান্ত স্পষ্ট করেছে যে প্রকৌশলীদের যথার্থ মর্যাদা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। তাই ভর্তি পরীক্ষা বন্ধ ঘোষণা ছাড়া আর কোনো বিকল্প নেই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন