- ১৩ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ১৩ দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় ভেসে এসেছে আরও এক জেলের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপকূলে ভেসে আসা মাছধরা ট্রলারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০), যিনি পটুয়াখালীর মহিপুর এলাকার বাসিন্দা। তাঁর পরিচয় শনাক্ত করেছেন জামাতা সাগর ইসলাম। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন জেলের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
কুয়াকাটা নৌ–পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ট্রলারসহ ভেসে আসা মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরদেহ শনাক্তের বিষয়টি ইদ্রিসের জামাতা নিশ্চিত করেছেন।
২৫ জুলাই সকাল ১০টার দিকে আবদুর রশিদ মাঝির নেতৃত্বে ১৫ জন জেলেসহ একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। শেষ বয়ার প্রায় ৭৫ কিলোমিটার গভীরে জাল ফেলতেই হঠাৎ শুরু হয় ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউ। এর ফলেই ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়।
জেলেরা জানান, ডুবে যাওয়ার সময় একজন প্রথমেই ঢেউয়ের তোড়ে স্রোতে হারিয়ে যান। বাকি ১৪ জন জীবনের শেষ আশ্রয় হিসেবে বাঁশ ও ফ্লোট ধরে ভাসতে থাকেন। পরবর্তী চার দিন পর ২৯ জুলাই ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তখন থেকেই নিখোঁজ রয়েছেন ছয়জন।
এরপর ১ আগস্ট মিরা ও গঙ্গামতি পয়েন্ট থেকে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। আজকের উদ্ধারসহ নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
নিখোঁজদের স্বজনরা এখনও আশায় বুক বেঁধে রয়েছেন, যদিও সমুদ্রের উত্তাল পরিস্থিতি এবং সময় পার হয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। স্থানীয়ভাবে অনুসন্ধান কার্যক্রম সীমিত থাকায় স্বজনদের ক্ষোভ ও হতাশাও বাড়ছে।
উদ্ধার হওয়া ট্রলারটি এখন স্থানীয় থানার হেফাজতে রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।