- ১৩ অক্টোবর, ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। এরই মধ্যে নজিরবিহীন এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতা–কর্মীরা। দলীয় কার্যালয়ে ‘আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের প্রবেশ’ ঘটনার প্রতিবাদে এক মণ দুধ ঢেলে পুরো অফিস ধুয়ে দেন তাঁরা।
গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর বাজারে বিএনপির উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিনব প্রতিবাদ আয়োজন করা হয়। প্রথমে বালতিতে করে এক মণ তরল দুধ আনা হয়। পরে দলের বেশ কয়েকজন নেতা–কর্মী মগে করে সেই দুধ নিয়ে কার্যালয়ের মেঝে ও দরজার অংশবিশেষ ধুয়ে ফেলেন।
তৌহিদুল ইসলাম বলেন, "দলীয় কার্যালয়ে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের প্রবেশ ঘটিয়ে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এটা শুধু কার্যালয় নয়, আমাদের আদর্শের প্রতীক। তাই প্রতীকীভাবে আমরা দুধ দিয়ে তা ধুয়ে ফেলেছি।"
এই ঘটনা প্রসঙ্গে বিএনপির জেলা সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, "ওরা কিছু করেছে, ভিডিও করেছে, সেটা বড় কোনো ইস্যু না। আমরা নতুন কমিটি গঠন করেছি, তাতে যারা রয়েছেন, তারা সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত।"
ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থান দিবসে কালিয়াকৈরে আয়োজিত বিজয় মিছিল ও দলীয় বৈঠকে কিছু ব্যক্তি অংশ নেন, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেই মূলত এই প্রতিবাদ।
প্রতিবাদের সময় ছাত্রদলের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আবদুর রহমান, নাসির উদ্দিন, মিঠুন ব্যাপারী ও যোবায়ের হোসেন।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি গাজীপুরে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন ও নেতৃত্ব সংকটের ইঙ্গিত বহন করে। পাশাপাশি এটি দলের ঐক্য ও আনুগত্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
এ বিষয়ে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি। তবে এই ঘটনা যে কেন্দ্রীয় পর্যায়েও আলোচনার বিষয় হয়ে উঠবে, তা নিশ্চিত করে বলা যায়।