Friday, December 5, 2025

কুষ্টিয়ার খোকসায় ডলফিন হত্যা ও ভিডিও করার অভিযোগে যুবক আটক


ছবিঃ ডলফিন হত্যার আসামি সাদ্দাম হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ, যিনি একটি ডলফিন হত্যা করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে পোস্ট করেছিলেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী, শুক্রবার আদালতের মাধ্যমে যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আ. আওয়ালের ছেলে সাদ্দাম হোসেন (৩০)। জানা যায়, বৃহস্পতিবার সকালে পদ্মা নদী থেকে সাদ্দাম একটি ডলফিন ধরে হত্যা করেন এবং কাঁধে নিয়ে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন।

ঘটনাটি কুষ্টিয়া বনবিভাগের নজরে আসার পর বনবিভাগ কর্মকর্তা সাদ্দামের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী খোকসা থানায় মামলা করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মঈদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত সাদ্দামকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, তারা ডলফিনটি দেখেছিলেন যখন এটি একজন ভ্যানচালক নিয়ে যাচ্ছিল। তিনি ভ্যানচালকের কাছ থেকে ডলফিনটি নিয়ে ভিডিও করেছেন। তবে ভ্যানচালকের নাম তিনি জানেন না, এবং মুখ দেখা হলে চিনতে পারবেন বলে উল্লেখ করেছেন।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ডলফিনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ আদালতে আসামির রিমান্ডের আবেদন করেছে এবং ডলফিন উদ্ধারের জন্য তৎপর থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

এই ঘটনায় বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে নদীতে থাকা বন্যপ্রাণী সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন