Friday, December 5, 2025

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ, শিগগিরই চার্জশিট জমা


ফাইল ছবিঃ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন শনিবার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, শিগগিরই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

এর আগে গত ১ অক্টোবর র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুড়া জানিয়েছিলেন, মামলার আরেক পলাতক আসামী আব্দুল্লাহ্ আল মামুন (৪০) গ্রেপ্তার হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে প্রায় ২২ দিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব গ্রেপ্তার করেছে আজমেরী ওসমানের গাড়িচালক মো. জামশেদ সহ ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে। এদের মধ্যে আজমেরী ওসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দুই আসামী শাফায়েত হোসেন (শিপন) ও মামুন মিয়া দুই দফায় ৯ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গাড়িচালক জামশেদকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে শহরের কালীরবাজারের বাসা থেকে নিখোঁজ হন ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী ছিলেন রসায়ন ও পদার্থবিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নম্বর অর্জনকারী মেধাবী ছাত্র।

ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেছেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নির্দেশ দিয়েছেন ত্বকীকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করতে। শামীমের ভাতিজা আজমেরী ওসমান তাকে টর্চার সেলে নিয়ে হত্যা করার সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত কিছু আসামীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডে মোট ১১ জন অংশগ্রহণ করেছেন। তবে শামীম ওসমান পরিবারের প্রভাবের কারণে তৎকালীন সময়ে তদন্ত কার্যক্রম স্থগিত ছিল।

রফিউর রাব্বি বলেন, “গত ১২ বছরের মধ্যে সাড়ে ১১ বছর ছিল ফ্যাসিস্ট শাসন। অন্তর্বর্তী সরকার এই হত্যার বিচার করতে চায়। তবে একটি নির্ভুল অভিযোগপত্র ছাড়া সঠিক বিচার সম্ভব নয়। হত্যার সঙ্গে যুক্ত শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শাহ নিজামসহ সবাইকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করতে হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন