Tuesday, October 14, 2025

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার


ছবিঃ ভেড়ামারা থানা কুষ্টিয়া (সংগৃহীত)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) রাতে, কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের বারোমাইল এলাকার লিচুবাগানে।

ভুক্তভোগী নারীর স্বামী সোহেল (নওগাঁ জেলার বাসিন্দা) কুটিরবাজার এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি স্থানীয় একটি ডেকোরেটরের দোকানে কাজ করেন, আর তাঁর স্ত্রী রান্নার কাজ করেন বারোমাইল এলাকার একটি হোটেলে।

শনিবার রাতে হোটেলের কাজ শেষে স্বামীসহ বাসায় ফিরছিলেন ওই নারী। পথে স্থানীয় ভ্যানচালক রুবেলের ভ্যানে চড়ে ফিরছিলেন তাঁরা। রাত আনুমানিক ১১টার দিকে লিচুবাগান এলাকায় পৌঁছালে ৬–৭ জন ব্যক্তি তাঁদের গতিরোধ করে। হামলাকারীরা সোহেলকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে, তার স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়।

ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার জানান, “ঘটনার পরপরই থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে।”

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:

  • কালু প্রামানিক (৪৬), মসলেমপুর

  • মুর্শিদ শেখ (৪৫), ষোলদাগ

  • টিপু ওরফে টিটু (৪২), বারোমাইল

  • এজাজুল (৪২), একই এলাকা

  • রুবেল আলী (২৪), লিচুবাগানের স্থানীয় ভ্যানচালক

ধর্ষণের শিকার নারী বর্তমানে চিকিৎসা সহায়তা ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়ায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ও তাঁর পরিবার বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ওসি আরও জানান, “এটি একটি বর্বরোচিত অপরাধ। এ ঘটনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছি। জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন