- ২৫ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ও যুবদল নেতা জামিল মালিথা (৪০)কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে পরিচিত।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।
গ্রেফতার জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র—বিশেষ করে অটোমেটিক পিস্তল—পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে তার অবস্থান নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, “জামিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিজিবি তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
স্থানীয়দের দাবি, জামিল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তার গ্রেফতারের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।