Tuesday, October 14, 2025

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার শুটার লালন গ্রেফতার


ছবিঃ লালন ওরফে শুটার লালন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম আসামি লালন ওরফে শুটার লালনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার পলাতক আসামি লালনকে বৈরাগীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

গ্রেফতার লালন দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। তিনি টুকু ও গিটু সোহাগ গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে চরাঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সকালে দৌলতপুর ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে তার কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন হত্যাকাণ্ডে অংশগ্রহণের কথা স্বীকার করেছে। স্থানীয়রা এই শুটার লালনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন