- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকায় আসার ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির। গত বুধবার ইনস্টাগ্রামে একটি স্টোরিতে তিনি লিখেছেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে,’ সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করেছেন।
অভিনেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ও আলোচনা দেখা দিয়েছে। অনেকে লিখেছেন, তাঁকে দেখতে মুখিয়ে আছেন তারা। তবে তিনি এখনও ঢাকায় আসার সময়, উদ্দেশ্য বা সঙ্গে কারা থাকবেন, তা বিস্তারিত জানাননি।
আহাদ রাজা মির উর্দু ধারাবাহিক ‘মিম সে মোহাব্বত’-এর তালহা আহমেদ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। এছাড়া ‘ইয়াকিন কা সফর’, ‘রেসিডেন্ট ইভিল’, ‘অঙ্গন’, ‘ফেইরি টেল’, ‘হুম তুম’সহ আরও কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি গানেও তিনি সক্রিয়; কোক স্টুডিও পাকিস্তানে গেয়েছেন।
জানান যায়, আহাদ করাচিতে জন্মগ্রহণ করেন এবং ২০১০ সালে ‘খামোশিয়াঁ’ ধারাবাহিকে অভিষেক ঘটে। উচ্চশিক্ষার জন্য কানাডায় গিয়ে পড়াশোনার পাশাপাশি কিছু অভিনয়ও করেছেন। পাকিস্তানে ফিরে মূলধারার ধারাবাহিকে কাজ শুরু করেন।
ব্যক্তিগত জীবনে, ২০২০ সালে অভিনেত্রী সজল আলীর সঙ্গে বিবাহ করেন আহাদ, তবে ২০২২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ২০২৪ সালে রামশা খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, এবং সম্প্রতি ‘মিম সে মোহাব্বত’ ধারাবাহিকের সহশিল্পী দানানির মোবিনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।
ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৩৬ লাখ। সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় আগমনের পর, আহাদের আগমনকেও ভক্তরা উৎসাহ ও উচ্ছ্বাসের সঙ্গে প্রত্যাশা করছেন।