Sunday, October 26, 2025

কুড়িগ্রামের সোনাহাট সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গা আটক


ছবিঃ বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গা আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে আছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), কলাতলীর ইমান আলী এবং ইসমাইল আজাদ (৪৮)।

সূত্র জানায়, আটককৃতরা প্রায় আট বছর আগে কাজের সন্ধানে ভারতে চলে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় অবস্থান করছিলেন। বর্তমানে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা কক্সবাজারের উখিয়া ক্যাম্পগুলোতে অবস্থান করছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের রোহিঙ্গা পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি জানায়, অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা রোধে তারা কঠোর নজরদারি বৃদ্ধি করেছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন