Tuesday, October 21, 2025

কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্য গ্রেফতার


ছবিঃ কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুমিল্লা:

কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া, রোববার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হন। ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযানে গ্যাং লিডার সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন— আলমগীর জিসান (১৭), তানভীরুল ইসলাম অভি (১৮), আরিফুল ইসলাম নাইম (১৮), দ্বীন ইসলাম (২২), রোহান তালুকদার (২১), আলিফুল হক জিহাদ (১৮), আব্দুল্লাহ আল সিয়াম (১৭), তানভীন সিফাত (১৭), আরাফাত হোসেন (১৭), নুরে তাহসিন (১৭), সোয়াদ তাহসান তৌসিন (১৮), শাফিন নেওয়াজ আবরার (১৭), তৌহিদুল ইসলাম মাহীম (১৮), সাফায়েত ইসলাম (২১), আশরাফুজ্জামান সিফাত (১৮), জাহেদুল আলম রায়হান (১৮), মোস্তাফিজ (১৮) সহ মোট ২৪ জন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে রোববার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযানে ডিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। তিনি আরও বলেন, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, "কিশোর গ্যাং সমাজের এক বিষফোঁড়া। নগরীতে তাদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না। যারা গ্যাং কালচারে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন