- ১৪ অক্টোবর, ২০২৫
কুমিল্লার বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকে প্রতারক চক্র মোসা. সামসুন নাহার (৪৫) নামে এক নারী গ্রাহকের নাকে-মুখে স্কোপোলামিন ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনা ঘটে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে।
ভুক্তভোগী নারী পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, বিদেশে থাকা ছেলে ও দুই ভাইয়ের পাঠানো কিস্তি পরিশোধ করতে ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন। ক্যাশ কাউন্টারে টাকা গুনতে গুনতে ৪-৫ জনের একটি প্রতারক চক্র তার কাছে আসে এবং কৌশলে স্কোপোলামিন ছিটিয়ে দেন।
এরপর তিনি সম্পূর্ণ অচেতন হয়ে গেলে প্রতারকরা তার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন, টাকা হারিয়ে গেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৪-৫ জন প্রতারক খুব চতুরভাবে নারীর কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে। সম্প্রতি ব্যাংকে এমন ঘটনা ঘটায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।