- ১৪ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | বরিশাল :
বরগুনায় এক প্রতারক দম্পতি চাকরিজীবী এক নারীকেই ব্ল্যাকমেইল করে সাড়ে ১৯ লাখ টাকা ও ৪ শতক জমি হাতিয়ে নিয়েছে। পরে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে আরও সাড়ে ৩৫ লাখ টাকা তোলার চেষ্টা করতে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে তারা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামি মরিয়ম বিথী ও তার স্বামী সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রূপালি ব্যাংকের বরগুনা শাখা থেকে তাদের আটক করা হয়। রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বিথী ও সোহেল গত এক বছরে ক্রমাগত ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে নারীর কাছ থেকে সাড়ে ১৯ লাখ টাকা আদায় করেছেন। পরে জোরপূর্বক ৪ শতক জমি রেজিস্ট্রি করে নেন। প্রভিডেন্ট ফান্ডের ব্ল্যাঙ্ক চেকও স্বাক্ষর করিয়ে টাকা তোলার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, “বিথী ও সোহেল আমাকে ভয় দেখিয়ে সর্বস্বান্ত করেছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে, জমি লিখে নিয়েছে, প্রভিডেন্ট ফান্ডের চেকে স্বাক্ষর করিয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং টাকা ও জমি ফেরত চাই।”
বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে তোলা হলে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।