Tuesday, October 14, 2025

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনায় দেরি: ম্যানুয়াল পদ্ধতি ও অনিয়মে বাড়ল সময়


ছবিঃ জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। আজ শুক্রবার সকাল ১০টার পরে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২০ ঘণ্টা পার হওয়া সত্ত্বেও এখনও ভোট গণনা সম্পন্ন হয়নি। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে।

প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানান, প্রাথমিকভাবে শুক্রবার দুপুর নাগাদ ভোট গণনা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যানুয়ালি ভোট গণনা, পোলিং এজেন্টদের অনুপস্থিতি এবং ব্যালট বাক্স সময়মতো না আসার কারণে ভোট গণনা শুরু দেরিতে হয়েছে।

রাশিদুল আলম উল্লেখ করেন, ওএমআর মেশিন ব্যবহার করার পরিকল্পনা থাকলেও কিছু প্রার্থীর আবেদনের কারণে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কিছু ভোট কেন্দ্রে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুতে দেরি হয়েছিল এবং দুপুর পর্যন্ত ভোট পড়া কম ছিল। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ভোটারের লাইনের কারণে ব্যালট বাক্স সংগ্রহে সময় লাগায় রাত ১০টার দিকে গণনা শুরু হয়।

তিনি আরও বলেন, শুরুতে ৫টি টেবিলে গণনা চলছিল, পরে তা বাড়িয়ে ১০টি করা হয়েছে। প্রতিটি টেবিলের সিসিটিভি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে গণনার স্বচ্ছতা বজায় থাকে। এছাড়া পোলিং এজেন্ট ও রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টার কারণে আরও সময় লেগেছে।

রাশিদুল আলম প্রাথমিক দেরিগুলো কাটিয়ে ভোট গণনার কাজ এগোচ্ছে এবং সবকিছু স্বচ্ছভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন