- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে একই দিন বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) উভয় পক্ষকেই মাঠ ব্যবহার নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। তবে কোনো পক্ষই সিদ্ধান্ত মানতে প্রস্তুত নয়; বরং উভয়েই সমাবেশের প্রস্তুতি জোরদার করছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউন হলে জনসভা করার ঘোষণা দেন। একই মাঠে একই দিন বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদের অনুসারীরা খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন ঠিক করেন। দিনভর দুই পক্ষই পৃথকভাবে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করলে স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, একই স্থানে একই দলের দুই পক্ষ কর্মসূচি করলে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) মত দিয়েছে। সে কারণে কাউকেই মাঠ বরাদ্দ দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে লিখিতভাবে নিষেধাজ্ঞা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “বিকল্প স্থানে কর্মসূচি করার সুযোগ রয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের সিদ্ধান্তকে আমলে নিতে নারাজ দুই পক্ষই। বুধবার রাতেই নেতা-কর্মীদের নিয়ে টাউন হল মাঠ পরিদর্শন করেন মনিরুল হক চৌধুরী। তাঁর পক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, “সমাবেশ নিশ্চিতভাবেই হবে। প্রস্তুতি সম্পন্ন। মাঠ আমাদেরই।”
অন্যদিকে আমিন-উর-রশিদের অনুসারীরাও রাত পর্যন্ত মাঠে অবস্থান নেন এবং সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম বলেন, “অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে। টাউন হল ছাড়া অন্য কোথাও কর্মসূচি হবে না।”
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে, যেখানে কুমিল্লা-৬ এ মনোনয়ন পান মনিরুল হক চৌধুরী। এরপর থেকেই আমিন-উর-রশিদের অনুসারীরা মাঠে সরব কর্মসূচি চালিয়ে আসছেন।