Tuesday, October 14, 2025

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ পুনঃতফসিল নীতি: ২% জমা দিয়ে ১০ বছরের মেয়াদে ঋণ শোধের সুযোগ


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত বা মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে লোকসান ভোগ করা ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন ঋণ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করেছে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো ২ শতাংশ নগদ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন। এই ঋণের সর্বাধিক মেয়াদ হবে ১০ বছর এবং শুরুতে দুই বছরের গ্রেস পিরিয়ডও দেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যাংকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর ছয় মাসের মধ্যে ব্যাংককে তা নিষ্পত্তি করতে হবে। ঋণ পুনঃতফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ নেবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক ও বৈশ্বিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্গঠন, ব্যাংক খাতে গতিশীলতা ফিরিয়ে আনা এবং দেশের অর্থনীতিতে কর্মসংস্থানের অব্যাহত প্রবাহ নিশ্চিত করা।

সাবেক চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, আনিস এ খান বলেছেন, “দেশের ভালো ব্যবসায়ীরা অনেকেই ঋণ খেলাপি হয়ে ভুগছেন। নির্বাচনের আগে এই সুযোগ তাদের ব্যবসা পুনরায় সচল করতে সহায়ক হবে। এতে দেশের জিডিপি ও কর্মসংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৩০০ কোটি টাকার ঋণ বা তার বেশি ক্ষেত্রে ব্যাংক যদি নীতি সহায়তা দিতে অক্ষম হয়, তবে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে ঋণ পুনর্গঠনের জন্য কমিটিকে আবেদন করতে হবে। তবে জালিয়াতি বা অনিয়মে নেওয়া ঋণ এই সুবিধার বাইরে থাকবে।

এই নতুন নীতির ফলে ক্ষমতাচ্যুত সরকারের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, রাজনৈতিকভাবে জড়িত ব্যক্তি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলো আবার ব্যবসা পুনরায় শুরু করতে পারবে বা গতি বাড়াতে পারবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন