- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনা প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিলন মহিলা কল্যাণ সংস্থা এবং পথ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ৫০ জন অসহায় মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিটি গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার ময়লাপোতার আবু বক্কর খান আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উভয় সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পথ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শিহাব মঈন সৌরভ, ট্রেজারার আরাফাত হাবিব, প্রচার সম্পাদক নিলয় সরকার এবং স্বেচ্ছাসেবক ইয়াসির আজিজ ।
অন্যদিকে, মিলন মহিলা কল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শেখ তামান্না আলম এবং সাধারণ সম্পাদক লে. কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম (অব:), আব্দুর রহমান -প্রোগ্রাম মেনেজার, বেদোউরা আফরোজ - শাখা মেনেজার, কামরুল ইসলাম - এডমিন অফিসার এবং সাগর - অফিস সহকারী।
এই উদ্যোগের মাধ্যমে ৫০ জন মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।