- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
পাবনা জেলা পুলিশ সদর কোর্টে কর্মরত কনস্টেবল নামাজুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন কনস্টেবলের স্ত্রী রোকসানা তামান্না।
বুধবার (৩১ ডিসেম্বর) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রোকসানা তামান্না অভিযোগ করেন, রাজশাহীর বাগমারা গ্রামের প্রতিবেশী আবুল হোসেনের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে আবুল হোসেনের জামাই ও তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম গত ১৯ ডিসেম্বর মোবাইল ফোনে তাঁর স্বামীকে হত্যার হুমকি দেন।
তিনি জানান, হুমকির ঘটনায় ওই দিনই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে কনস্টেবল নামাজুল ইসলামের নাম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হোসেনের বড় মেয়ে আকলিমা বিবি রোকসানা তামান্নাকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। নিজেকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দাবি করে তিনি বলেন, এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জড়ানো হচ্ছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, কনস্টেবলকে হত্যার হুমকি এবং তাঁর স্ত্রীকে মারধরের বিষয়ে অভিযোগ ও জিডি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।