- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুল হক জানান, উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ৩৫ বছর। লাশের পরনে ছিল হাতলম্বা গেঞ্জি ও প্যান্ট।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।