- ১৪ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার ভোরে একটি মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে সকাল ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে প্রশিকা সড়কের মাথায়।
নিহতরা হলেন আব্দুল মান্নান (২৩) ও মনির হোসেন (৬০)। আহতদের মধ্যে রয়েছেন মহসিন (৩২) ও শাহজাহান আলী (৬০), যারা বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মানিকগঞ্জগামী অবস্থায় ছিল এবং বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।