- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কক্সবাজার :
কক্সবাজার জেলার রামু থানার হত্যা মামলার পলাতক আসামী মোঃ ইব্রাহিম (২০) পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ এবং কক্সবাজার র্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল রবিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উল্টাখালী গ্রামের ইব্রাহিমকে মহিপুর উপজেলার সদর মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে আটক করে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২ জুলাই মৃত সোহেল (১৭) প্রতিদিনের মতো জীবিকার তাগিদে আটো রিস্কা নিয়ে বের হলে নিখোঁজ হন। পরের দিন সকালে রশিদনগর এলাকায় একটি নালায় তার রক্তাক্ত মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। নিহতের পিতা রিয়াজ উদ্দিন ও পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেন।
পরে ঘটনাস্থলে রামু থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং সুরাতাহাল রিপোর্ট তৈরি করতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। ভিকটিমের পিতা বাদী হয়ে ৪ জুলাই রামু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড।
র্যাব-৮, সিপিসি-১ কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার রাশেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহিপুর থানার ওসি মোঃ মাহমুদ হাসান বলেন, সোমবার বিকেলে ইব্রাহিমকে রামু থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।