- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
যশোরের মনিরামপুরে পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ভ্যানচালক মিন্টু হোসেনকে (৪০) কুপিয়ে হত্যার মামলার অন্যতম প্রধান আসামি সাব্বির রহমান ওরফে বড় সাব্বির (৪০)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সুন্দরলী বাজার থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সাব্বির হাকোবা গ্রামের সাদেক আলীর ছেলে।
এর আগে ২৮ আগস্ট সন্ধ্যায় হাকোবা এলাকায় সাব্বিরসহ আরও কয়েকজন ভ্যানচালক মিন্টু হোসেন ও তার পরিবারের পাঁচজনকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় মিন্টুকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহতের মা আমেনা বেগম মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, ঘটনার পরপরই পুলিশ দুই জনকে—ফারুক ও ছোট সাব্বিরকে—গ্রেপ্তার করেছিল। এ নিয়ে ভ্যানচালক মিন্টু হত্যা মামলার অপর প্রধান আসামি বড় সাব্বিরের গ্রেপ্তার ঘটনা নিশ্চিত হলো। পুলিশ জানিয়েছে, আরও সক্রিয় তদন্তের মাধ্যমে অন্য সংশ্লিষ্টদের খুঁজে বের করা হবে।