- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কক্সবাজার :
কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর তীর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কস্তুরাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হন।
জানা গেছে, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর নেতৃত্বে যৌথবাহিনী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করলে স্থানীয় দখলদাররা বাধা দেয়। তারা ‘বদরমোকামস্থ উকিলপাড়া সমাজের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে এবং একপর্যায়ে ইটপাটকেল ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান, হামলায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশে বাঁকখালী নদীর জমি ও প্রাকৃতিক প্রবাহ দখলমুক্ত করা হচ্ছে। সোমবার শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কয়েক একর জমি উদ্ধার হয়েছে। অভিযান আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
অন্যদিকে দখলদারদের দাবি, তারা প্রশাসনের অনুমতিতে জমি কিনে বসতি গড়েছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চে বড় পরিসরে উচ্ছেদ অভিযানে বাঁকখালীর প্রায় ৩০০ একর জমি উদ্ধার করা হয়েছিল। তবে সম্প্রতি আবারও দখল হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা।