- ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সপ্তম সাধারণ সভা কক্সবাজার সফর ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পাঁচ নেতার কক্সবাজার সফর এবং শোকজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতারা প্রশ্ন তুলেন। সভায় কারণ দর্শানোর ব্যক্তিগত চিঠি অনলাইনে প্রকাশ করার বিষয়টিও সমালোচিত হয়।
সভায় প্রায় দুই ঘণ্টা ধরে কক্সবাজার সফর নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ‘জুলাই গণ অভ্যুত্থান’ প্রথম বর্ষপূর্তির দিনে শীর্ষ পর্যায়ের নেতাদের ওই সফরের সমালোচনা করেন অনেক কেন্দ্রীয় কমিটির সদস্য। তারা ফেসবুকে শোকজের জবাব দেওয়া এবং দল, আহ্বায়ক ও সদস্য সচিবকে নিয়ে প্রশ্ন তোলার বিষয়েও নিন্দা জানান। এই সময়ে ব্যক্তিগত সফরে যাওয়া ভালো সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেন অনেকে।
সভা বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চলার পর মুলতবি করা হয়। পরেরদিন বিকাল ৬টা থেকে পুনরায় সভা শুরু হয়। সভায় নতুন বন্দোবস্তের জন্য কর্মসূচি নির্ধারণ, সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে অসন্তোষ, জুলাই সনদ নিয়ে মতামত, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া নৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষার এবং জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও কমিশন বাণিজ্যের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও আলোচনা হয়। শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিন জানান, দলের সভায় শৃঙ্খলার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।