- ১৩ অক্টোবর, ২০২৫
এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেট বিশ্বের নজর এখন পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার দিকে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী সম্প্রতি বলেছেন, পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমদের বিরুদ্ধে ভারত যেন ম্যাচ না খেলে।
বাসিত আলীর এ আহ্বানের পেছনে মূল কারণ পাকিস্তানের বাজে ফর্ম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে ২৯৫ রানের টার্গেটের জবাবে মাত্র ৯২ রানে অলআউট হয় সফরকারী দল। এই পারফরম্যান্সে তিনি মনে করেন, ভারত যদি মুখোমুখি হয়, পাকিস্তান সহজে হারবে।
বাসিত আলী ইউটিউব চ্যানেলে বলেন, “আমি দোয়া করি ভারত যেন পাকিস্তানের বিপক্ষে না খেলে। যদি ম্যাচ হয়, ভারত আমাদের এমনভাবে হারাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। পাকিস্তান আফগানিস্তানের কাছে হারে হোক, কিন্তু ভারতের কাছে হারার সুযোগ নেই।”
এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের মুখোমুখি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তানের সাবেক এই ব্যাটারের মন্তব্যে ক্রিকেট ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে, এবং সকলের নজর এখন ভারতের প্রতিক্রিয়ার দিকে।