- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে হালকা এ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে অনেক মানুষ ঘর থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কম্পনের মাত্রা খুব তীব্র ছিল না, তবে মাঝরাতে হওয়ায় ঘুমন্ত মানুষ হঠাৎ কেঁপে ওঠা অনুভব করে আতঙ্কিত হয়ে বাইরে ছুটে যান। উখিয়া, চকরিয়া, কক্সবাজার শহরসহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাগুলোতে একই সঙ্গে কম্পন টের পাওয়া যায়।
আন্তর্জাতিক সিসমোলজিক্যাল সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম মহানগরীতেও কম্পন অনুভূত হওয়ায় অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ জানান, তাদের ভবন কয়েক সেকেন্ড দুলে ওঠে।
গত কয়েকদিনে বাংলাদেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকে প্রায় নিয়মিত বিরতিতে দেশজুড়েই হালকা কম্পন হচ্ছে। সোমবার রাতের ভূমিকম্পটি ছিল এ সময়ের মধ্যে অষ্টম।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, টানা এমন কম্পন ভূগর্ভে চাপ সঞ্চয়ের ইঙ্গিত হতে পারে। তবে বড় কোনো ঝুঁকি রয়েছে কিনা, সেটি নিশ্চিত করে বলার মতো তথ্য এখনো নেই। তারা সতর্কতা হিসেবে ভবনগুলোতে নিয়মিত কাঠামোগত পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো ক্ষয়ক্ষতি পাওয়া গেলে সহায়তা নিশ্চিত করা হবে।