- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে সোমবার রাতে।
স্থানীয়রা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের পর উপজেলা বিএনপির একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে শুরু হয়ে কামালপুর গ্রামের দিকে যাচ্ছিল। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ওই গ্রামেই সাবেক রাষ্ট্রপতির বাড়ি অবস্থিত। ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি ছিল।
মিছিলের মাঝপথে হঠাৎ ২০ থেকে ৩০ জন কর্মী মূল মিছিল থেকে দলছুট হয়ে বাড়ির দিকে যায়। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করে এবং ঘরের জানালা, দরজা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কোনো স্বজন বা কর্মচারী উপস্থিত ছিলেন না।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। মিছিলের মূল অংশ মূল পথে এগিয়ে গেলেও পেছনের একটি অংশ হঠাৎ দিক পরিবর্তন করে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে প্রবেশ করে। ভাঙচুরের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে সেনাবাহিনীর একটি দলও বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। বাড়ির চারপাশে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাড়ির দরজা, জানালা, আলমারি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।”